জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় বিশাল জনসমাগম ও শোডাউন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই ‘ঢাকা চলো কর্মসূচি’র মাধ্যমে রাজধানীতে বিশাল জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির। ওইদিন সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী।
সংশ্লিষ্টরা বলছেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছোটখাটো দুই-একটি সমাবেশ হলেও ১৯ জুলাই ঢাকায় জামায়াতের এটিই সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। দলটির দায়িত্বশীল নেতারা জানান, সমাবেশে বিএনপি, হেফাজতে ইসলামসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।
সারা দেশের নেতাকর্মী, সাধারণ মানুষসহ ১৪ থেকে ১৫ লাখ লোক সমাগম করার টার্গেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। উল্লেখ্য, এ সমাবেশ গত ২১ জুন হওয়ার কথা ছিল।