ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। গতকাল (৫ জুলাই) সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মতবিনিময় সভায় তাদের নাম ঘোষণা করা হয়।
দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকে অংশ নেবে।