আবারও বাংলামটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এ ঘটনা।
বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির জানান, রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এনসিপির নেতারা। দ্রুত সময়ের মধ্যে ঘটনাগুলোর তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।