১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এর নাম হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রথম দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচিটি শুরু হবে। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করা হবে। এবং ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করা হবে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকার ব্যর্থ। তাই আমরাই দেবো।