আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক এম এ আজিজ। গ্লোবাল টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে টালবাহানা করছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করছেন।
তিনি বলেন, “ইউনূস সাহেব শুরু থেকেই ডিসেম্বর সময়সীমার কথা বলেছিলেন, পরে সেটি জুনে রূপান্তর হয়। এটি বাস্তবসম্মত নয় বরং একটি মনগড়া পরিকল্পনা।” তিনি আরও দাবি করেন, নির্বাচনের বিষয়ে ইউনূস একটিও সুতা ছাড়েননি এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছেন।
এম এ আজিজ আরও বলেন, বিএনপির মুখে নির্বাচনের কথা থাকলেও তাদেরও তেমন আশাবাদ নেই। কারণ ইউনূসের পদক্ষেপে সবসময় ‘ইফ এবং বাট’ জড়ানো থাকে। নির্বাচন কমিশন এখনো অজ্ঞাত, যা প্রমাণ করে নির্বাচনের বিষয়ে দৃঢ় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।