সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে বিএনপি। আবেদনের পর প্রতিনিধিদলের সদস্য ও বিএনপি নেতা সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলার আবেদন করেন। এতে তিন দফার নির্বাচন পরিচালনাকারী সিইসিসহ মোট ১৯ জন কমিশনার এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান বলেন, বিতর্কিত এই তিন নির্বাচন ঘিরে বারবার অভিযোগ করার পরও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেননি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে।