ড. ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর বাড়বে না এবং নিজের ক্ষমতাও দীর্ঘায়িত করতে চান না—রাজনৈতিক দলের নেতাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার ২৫ মে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি নিবাস যমুনায় দুই পর্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে বলেছেন, এপ্রিলের পর কোনোভাবেই আর সময় গড়াবে না।
এর আগে, শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে দুই পর্বে বৈঠকে বসেন ড. ইউনূস।