তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আলোচনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেই সমস্যা নিরসনের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আলোচনার পথ খোলা রয়েছে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক।
অন্যদিকে, তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য উপদেষ্টার মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়।