১মে/২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি ও সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মূল দলের আয়োজনে সাবরেজিস্ট্রি অফিসের সামনের রাস্তায় এ র্যালি মিশিল হয়। পরে পৌর মঞ্চে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে বিএনপির কার্যালয় থেকে শ্রমিক দলের নেতা কর্মীরা ব্যানার সহ সমাবেশ রেলি মিছিল বের করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন-বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, সাবেক পৌর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান ও বিএনপি নেতা আবদুস সোবাহান, মোহাম্মদ নেছার রাড়ি সহ নেতৃবৃন্দ।