কাতারের রয়েল ফ্যামিলি আয়োজিত আর্থনা সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় দেশটির উদ্দেশ্যে রওনা দিবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। সম্মেলনে ছোট ছোট আলোচনায় এনার্জি, ভিসা এবং বড় একটি সম্মেলনে রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলোচনায় বসবেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। তিনি আরও বলেন ড. ইউনূস স্যারের মূল প্রোগ্রাম হচ্ছে আর্থনা সম্মেলন। সেখানে ২২ ও ২৩ তারিখ-এ দুইদিন ব্যস্ত দিন যাবে। এছাড়াও কাতারের সঙ্গে ইকোনমিক কো-অপারেশন কীভাবে বাড়ানো যায় এ বিষয়েও আলোচনা হবে।
প্রেস সচিব আরও বলেন, কাতারের নামকরা টিভি স্টেশন ‘আল-জাজিরা’ ড. ইউনূস স্যারকে ইনভাইট করেছেন তাদের হেড কোয়ার্টারে যাওয়ার জন্য।
প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসবেন ২৪ তারিখ দিনগত রাত আড়াইটার দিকে বলেও জানান তিনি।