রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যায়ে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটিকে অরাজনৈতিকবলে আখ্যা দিয়ে বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে হত্যা একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা ও ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা পারভেজ হত্যায় সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন—মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, সোহাগ প্রমুখ।