টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এ বিষেয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে একবার গ্যাপ দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই মত দিয়েছে দলটি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয়। এতদিন পরে নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিভ্রান্তির সুযোগ নেই।’
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বিএনপি একমত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত। মৌলিক অধিকারে সব না এনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে, ততটুকু করার আহ্বান জানিয়েছি।’
সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ করায় মত দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করা হবে।’ নির্বাচনে প্রার্থিতার বয়স নূন্যতম ২১ বছরর করার প্রস্তাবনায় বিএনপির দ্বিমত। আবার উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়ে বিএনপি একমত। এদিকে ন্যাশনাল কন্সটিটিউশন কাউন্সিল থিওরির সঙ্গে দ্বিমত জানিয়ে বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি নিয়ন্ত্রিত হবে। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে একমত-দ্বিমত পোষণ করে কমিশনের সঙ্গে আলোচনা শেষ করে বিএনপি।