নির্বাচন নিয়ে কোন রকম ছেলেখেলা করা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি তৈরি হলে রাজপথে নামবো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ শনিবার (১৯ এপ্রিল) ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপির ১৬ বছর ধরে চলমান আন্দোলনকে বাস্তবায়ন করতে ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন তা শেষ করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কার নির্বাচিত সরকারই করবে। আর রাজনীতির মাঠে ফ্যাসিবাদীরা কখনোই আসতে পারবে না বলেও মন্তব্য করেন।