স্বর্ণের নতুন দামে বিশ্ববাজারে এখন ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এবারে বড় দরপতনের পর বড় রকমের উত্থান হয়েছে স্বর্ণের। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতেই স্বর্ণের দামের বড় উত্থান হয়েছে। দুই দেশের এ শুল্ক যুদ্ধের মধ্যে আবারও হু হু করে বাড়ে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র চীনের ওপর আরেক দফা শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্টের মাইলফলক স্পর্শ করে, যা সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৪ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।