গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন আয়োজন বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন, তুরস্ক, লেবাননের মতো বাংলাদেশও এবার এতে সামিল হয়েছে।তবে বিক্ষোভ, র্যালি ও সমাবেশের পাশাপাশি ইসরাইল দখলদারের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ ছিলো কিছুটা ব্যতিক্রমী। রবিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা’র কর্মসূচি হয়।
যখন সারি সারি র্যালি নিয়ে সমস্বরে, ‘স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘জাগো বিশ্ব, জাগো মানবতা’ এমন স্লোগান নিয়ে সোহরাওয়ার্দীর অভিমুখে যেতে ছিল জনতা, তখন একদল জনতা যেমন খুশী তেমন সাজে বের হয় প্রতিবাদে। দেখা যায় কেউ হয়েছে সৌদি আরবের শেখ, কেউবা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কেউবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে নেতানিয়াহুর হাতে রক্তের মতো দেখতে লাল রঙের বক্স রয়েছে। আর সৌদির শেখরা ও ট্রাম্প নেতানিয়াহুর গোলামী করছে। আর পিছে, তাদের সামরিক বাহিনীরা প্রফুল্লে হাসি-খুশীতে রক্তাক্ত লাশ টেনে হিছড়ে নিয়ে যাচ্ছে।
বাংলাদেশের এমন প্রতিবাদি চিত্র বিশ্বের গণমাধ্যম গুলোতেও প্রকাশ পেয়েছে।