পটুয়াখালীর মহিপুরে ধ/র্ষ/ণে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (২৫) মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১১ এপ্রিল) মহিপুর উপজেলার বিপিনপুর গ্রামে। ভুক্তভোগী একই গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের প্রতিবেশি সেলিম খাঁ (৩৫)।
ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, চার সন্তানকে নিয়ে মৎস্য শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। ভুক্তভোগীর স্বামী জসিম হাওলাদার একটি মামলায় দুই মাস যাবৎ জেলে রয়েছে। এই সুযোগে প্রতিবেশি সেলিম খাঁ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত শুক্রবারে ধ/র্ষ/ণ চেষ্টায় বাধা দিলে ওই নারীকে বেধড়ক মারধর করে। প্রতিবেশিরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।