পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে মোঃ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোঃ শাহজামাল ও মোঃ ফরহাদ হোসেন বাবুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবনে এ মানববন্ধন হয়।
মানব বন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাহজামাল। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় আবু জাফর ও আবুল কালাম গং পতিত স্বৈরাচারের অবৈধ ক্ষমতা খাটিয়ে তাদের বারবার নিপীরন করে আসছে। যার প্রেক্ষিতে তারা ২০১৫ সালে গলাচিপা থানায় ৫৭৬-১২ নং জিডি করেন। পরবর্তীতে বিচার না পাওয়ায় ও পুলিশ নিষ্ক্রিয় থাকায় ওই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠে। সম্প্রতি গত ২১ ফেব্রুয়ারি রাতে রাহাতকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করে মারধর করে হত্যার হুমকিও দেয়। এঘটনার পর থানায় জানালেও পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি।
তিনি আরো বলেন, চাঁদাবাজী মামলায় জামিন নিয়ে বাড়িতে ফেরার পথে কালাম গংরা ফের হামলা করে। এ ঘটনায় গলাচিপা থানায় সাধারন ডায়েরি নং ৯৪০ তারিখ ২২ মার্চ ২০২৫ দায়ের করা হয়।
নির্যাতনে অতিষ্ট হয়ে এলাকাবাসী তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে। কিন্তু আইনের ফাঁকফোকড় দিয়ে তারা জামিনে রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া বারেক মাস্টারের প্রকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় প্রশাসনের দিকে সহাতার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।