নির্বাচন কমিশনারকে (সিইসি) আহ্বান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান বলেন, ভারতের প্রভাবমুক্ত নির্বাচন করতে। সোমবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে তাসমিয়া প্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সাক্ষাৎ শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাগপা। আর ভারতের প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনে ইসির পাশে থাকার আশ্বাস দিয়েছে জাতীয় গণতান্ত্রীক পার্টি (জাগপা)।
প্রসঙ্গত: ২০২১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাগপার নিবন্ধন বাতিল করা হয়। রাজনৈতিক দল হিসেবে ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।