আগামী এপ্রিলে ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। শুক্রবার (২১ মার্চ) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উপদেষ্টাদের মাঝে ভারত-বাংলাদেশ নিয়ে প্রায়ই সমালোচনা হচ্ছে, আর এতে দুই দেশের মধ্যে সম্পর্কও তেমন ভালো নেই, তাই বৈঠকটি আপাতত হচ্ছে না। তবে যেহেতু সম্মেলনে বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন তখন ড. ইউনূস ও মোদির মধ্যে আলাপ-আলোচনাও হতে পারে।
উল্লেখ্য, এবারের বিমসটেক সম্মেলন এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। বিশেষ করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলা, যা সম্পর্কে আরও প্রভাব ফেলেছে।