পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধ/র্ষ/ণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে এ নেক্কারজনক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই-২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ জসীম হাওলাদারের কন্যা নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধ/র্ষ/ণ করে এবং যাতে কাউকে না বলতে পারে সে জন্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে এবং নেটে ছেড়ে দেয়ার হুমকিও দেয় ধ/র্ষ/ণকারীরা।
ধ/র্ষ/ণকারীরা হলো একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯)।
এ ঘটনায় ভুক্তভোগী বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন খামখেয়ালী করে বলেন এখনই কোন তথ্য দেয়া যাবে না। সার্কেল এসপি আসছে, ব্যস্ত আছি। পরে কথা বলুন।