জুলাই বিপ্লবে শহিদ এবং আহত সাড়ে আটশত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এ কথা জানান। তিনি আরও বলেন, হতাহত পরিবারের তথ্য সংগ্রহ শেষে আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে তাদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হবে।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তার জন্য ইতিমধ্যে চিকিৎসকরা কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ উদ্যোগের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম প্রমুখ।