বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে সবার উদ্দেশ্যে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেন।
দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংস্কার নিয়েও সন্তুষ্টি প্রকশ করেন জাতিসংঘের মহাসচিব।
এছাড়াও সংস্কারের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধি ও কয়েকটি রাজনৈতিক দলের বৈঠকে যোগ দিবেন জাতিসংঘের মহাসচিব।