সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।এসব আমাদের অভ্যন্তরীণ বিষয়।দেশটির এ ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধ করতে হবে ।ফারাক্কার চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ হলেও গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।