রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সহযোগিতা চেয়েছে রাশিয়া।
মঙ্গলবার ১১ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
উল্লেখ্য, বিগত ২০১২ সাল থেকে বাংলাদেশে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম গ্যাস অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। পাশাপাশি আমদানির মাধ্যমে অভ্যন্তরীন সম্পর্কও মজবুত করছে।
এদিকে ভোলায় পাঁচটি কূপ খননের জন্য গ্যাজপ্রমের প্রয়োজনীয় প্রস্তুতির প্রশংসাও করেছেন প্রধান উপদেষ্টা। তাছাড়া রাষ্ট্রদুত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।