সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পাচার করা টাকা কীভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শিগগিরই করা হবে।
প্রেস সচিব বলেন, শুরু থেকেই ড. ইউনূস পাচার করা টাকা উদ্ধার টপ প্রায়োরিটিতে রেখেছেন। পাচার করা টাকা ফেরাতে গত সেপ্টেম্বরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নেতৃত্বে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তিনি আরও বলেন, ২০০টা ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। তাদের সাথে এগ্রিম্যান্ট করতে বিশেষ আইনটা সাহায্য করবে।
প্রধান উপদেষ্টা এক বৈঠকে বলেন, এ বিষয়ে প্রতি মাসেই হাই পাওয়ার মিটিং হবে। পাচারকৃত টাকার পরিমাণ ডিটেইলসে জানার জন্য ঈদের পর আরেকটা মিটিং তিনি ডেকেছেন।
বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা।