চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা
সংস্কার কাজ দ্রুত শেষ হলে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ড. ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিবিসির প্রতিবেদক। এ বিষয়ে ড. ইউনূস বলেছেন, আদালত আছে, আইন আছে, এক্ষেত্রে সরকারের অবস্থান ঠিক আছে বলেও দাবি করেন তিনি।