জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যাওয়াকে কেন্দ্র করে চিৎকার-চেঁচামেচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সারজিস নিজেই স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা করেছেন যেখানে তিনি NSU, IUB, AIUB, UIU এ ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে NSU’র সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৷
পরে NSU’র গেটের সামনে ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছিল৷ এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিলেন ৷ এক পর্যায়ে সারজিসের সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ শুরু করে ৷ সারজিসের ভাষ্যমতে তাদের ১০-১২ জনের মধ্যে ১-২ জনকে শিক্ষার্থী বলে মনে হলেও বাকিদের টোকাই দুষ্কৃতিকারী মনে হয়েছিল। ছাত্রদলের শাকিলের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করে দেয়।
এ ঘটনায় তিনি বলেন ছাত্রদলের শাকিলসহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান।