ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শুধু শেখ হাসিনাই নয় বরং তার সাথে তার পরিবারের সদস্য এবং তার দোসরদেরও বিচার করা হবে। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে দিল্লিকে। এ বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ। স্বৈরাচারীকে বিচারের মুখোমুখি অবশ্যই করা হবে, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক কিংবা ভারতে থেকেই হোক।