পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী নুরজাহান বেগম বাদি হয়ে কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, নুরজাহান বেগম ও তার দ্বিতীয় স্বামী শামিম মোটরসাইকেলযোগে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তুলাতলীতে যাওয়া মাত্রই স্থানীয় সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের পথে বাধা দিয়ে তাদের বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানি করে। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ৪ দিন ধরে চিকিৎসারতবস্থায় ছিলেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ভক্তভোগীদের অভিযোগ তারা এখনো প্রশাসন থেকে সুষ্ঠু বিচার পাচ্ছে না।