গুমের প্রত্যেকটি ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে মন্তব্য করেছেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা গুমের সঙ্গে জড়িত ছিল, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো রকম সুযোগ নেই। গুমের সঙ্গে জড়িত কতিপয় শেখ হাসিনার জন্যই পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে।
গুম কমিশনের সদস্য নুর খান বলেন, গত ১৫ বছরে হাসিনা সারাদেশে এমনকি পুলিশলাইন্সের ভিতরেও বন্দিশালা বানিয়ে রেখেছিলো। যেখানে জেলা থেকে বন্দিদের এনে জিজ্ঞেসাবাদের নামে নির্যাতন করা হতো।