দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলে এ ভবনটির শুভ উদ্বোধন করা হয়।
ভবনটির উদ্বোধন শেষে এতিম শিশুদের সাথে ইফতারও করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুলের সভাপতি মুফলেহ আর. ওসমানী ও সহ-সভাপতি গোলাম রহমান প্রমুখ।