স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যত দিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, তত দিন যেন কেউ নির্বাচনের কথা বলবেন না। খুনি হাসিনা লাশ কোথায় কোথায় ফেলেছে, তা এখনও জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করবে।