বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করলেও ড. ইউনূসের সক্ষমতার প্রতি তার আস্থা আছে বলে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে নিজ বাড়িতে একটি বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস সম্পর্কে প্রশ্ন উঠলে তিনি জানান, ‘ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। তিনি অত্যন্ত দক্ষ ও বহুদিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন’।
তিনি আরও বলেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে, সেটি বজায় রাখা উচিত। কেননা, কোনো নির্দিষ্ট দলকে এক পাশে ঠেলে দেওয়া উচিত নয়। আশা করা যায়, বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে। ড. ইউনূস তার দক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে তিনি আশাবাদি।