জাতিকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বর্তমানে ভোটারের তালিকা প্রকাশ করেছেন। দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
আজ রোববার (২ মার্চ) সকালে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। এরপর ভোটার দিবসের উদ্বোধন ঘোষণার পর ভোটার কমিশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
তিনি জানান, দেশে বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। তৃতীয় লিঙ্গধারী ভোটার রয়েছেন ৯৯৪ জন।
এর আগে ২০২৪ সালে ২রা জানুয়ারি প্রকাশ হওয়া হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা থেকে ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে। এছাড়াও বারের তালিকায় ২০২৬ সালের পহেলা জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার।