ভারতীয়রা সীমান্তের আইন না মানলে পরবর্তী সময়ে আরো কঠোর অবস্থান নেওয়া হবে বলে মন্তব্য করেছেন, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
গতকাল ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা কোনো ভাবেই কাম্য নয়। পরবর্তী সময়ে কোন হত্যার ঘটনা ঘটলে আমরা আরও কঠিন পদক্ষেপ নিব। আমরা চেষ্টা করছি, যেন ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কেউ অনুপ্রবেশের চেষ্টা না করে।