বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, আদাবর, দারুসসালাম ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এসময়েও সজাগ ও সতর্ক থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের জানান রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়্গুলোতে চেকপোষ্ট বসানো হয়েছে। তাছাড়া যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বহাল থাকবে।