অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসিকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং সেই চিঠির একটা অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা যায়, চিঠিতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব।
বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দল রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। রাখাইনসহ পুরো মিয়ানমারের সংকটপূর্ণ এলাকায় মানবিক সহায়তা যেন নিরাপদ, দ্রুত, টেকসই ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে জাতিসংঘ বদ্ধপরিকর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার এই সফরে রোহিঙ্গাদের বিষয়ে কার্যকরী আলোচনা হবে।