মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবসে’ রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, মারামারি-কাটাকাটি করেন তাহলে আবার দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি”।
তিনি আরও বলেন, ‘আমরা নিজেরা ভেদাভেদ না করে কারোর প্রতি বিদ্বেষ না হয়ে আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। প্রয়োজন হলে আমাদের উপদেশ দেন, ভালো উপদেশ হলে আমরা তা গ্রহণ করবো। আমরা একসাথে থাকতে চাই, দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই’।