“বাংলাদেশ পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না।” রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও আইন প্রতিষ্ঠায় নিরলসভাবে সেবা দিয়ে যাবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রশিক্ষণার্থীদের দেশ ও দেশের মানুষের সেবায় অটুট থাকার আহ্বান জানান। পরিশেষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।