আগামী ২ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে থাকেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত বছরের ২৭ নভেম্বর সবেক এই প্রধানমন্ত্রীকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নিতী মামলা থেকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালাস দেন ।
এছাড়াও ২০১৮ সালের ২৯ অক্টোবর ও ২০১০ সালের ৮ আগস্ট এবং ২০১৪ সালের ১৯ মার্চ খালেদার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়ে থাকে।তবে যথাযথ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ করে ২০১৮ সালের ১৯ অক্টোবর রায় ঘোষণা করা হয়।