“আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশে ফরিদপুর-৪ আসনে এসেছি। এখান থেকেই আমি নির্বাচন করতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সাথেই থাকতে চাই।” শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুরের চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে কৃষক দল আয়োজিত বিশাল ‘কৃষক সমাবেশে’ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।
তিনি আরও বলেন, “৩৮ বছরের আমার রাজনীতি ক্যারিয়ারে বহুবার জীবনের ঝুঁকি নিয়ে আজ এ পর্যন্ত এসেছি। আমার বিরুদ্ধে ১৩৮টি মামলাও হয়েছে। এখানে তো আর উড়ে এসে জুড়ে বসি নাই, দলীয় সিদ্ধান্তে এসেছি এবং দলীয় সিদ্ধান্তের বাইরে কোন কাজও করবো না বলে জানান তিনি।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আসাদ মৃধা, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।