নজরুলের গান ও কাজ সবার মাঝে ছড়িয়ে দিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আহ্বান জানিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কাজী নজরুল ইসলামের সমাধীসৌধে র্যালি উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা ফারুকী বলেন, কবি কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান ২৪ এর গণ-অভ্যুত্থানেও প্রেরণা জাগিয়েছে। তাছাড়াও সামনে নজরুলকে নিয়ে বড় আকারে নজরুল ইন্সটিটিউটের কাজ হবে বলেও জানান তিনি।
পরে র্যালিটি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধতে গিয়ে শেষ হয়।
মূলত গত ৫ই ডিসেম্বর জাতীয় কবি হিসেবে কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার।