খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাস থমথমে অবস্থা বিরাজ করছে। উপচার্য, উপ-উপচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। তারা সকাল থেকেই কুয়েট মেডিক্যাল সেন্টারের সামনে অবস্থান নিয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে।
কুয়েটের জনসংযোগ বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেট সভার আহ্বান করছেন কুয়েট প্রশাসন।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৫০ জন আহতও হয়।
১৮ ফেব্রুয়ারি রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ওপর কুয়েটের ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ নৃশংস হামলা চালিয়েছে।