ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ অবশেষে পদত্যাগ করেছেন। তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের দাবির তোপে পড়ে স্বাস্থ্য উপদেষ্টার নিকট পদত্যাগ পত্র জমা দেন। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়।