খাদ্য মন্ত্রণালয়ের আমদানি করা ৫২,৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গত ৯ জানুয়ারি গমবাহী এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে আর্জেন্টিনার নিকোচেয়া বন্দর থেকে গম নিয়ে রওনা দেয়। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে কুতুবদিয়ার নোঙরে এসে পৌঁছায়।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তরের চট্টগ্রাম এর উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, ‘কুতুবদিয়া আউটার এ্যাংকরেজ এরিয়ায় লাইটার জাহাজের মাধ্যমে গম খালাস করে জেটিতে নিয়ে আসা হবে। খালাসের পর গমগুলো চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হবে।’