মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচলক মোঃ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সূত্রে মামলা করেছে দুদক।
তিনি আরও বলেন, ১৫ কোটির অবৈধ সম্পদসহ প্রায় ১০টি ব্যাংকে ২৯৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ এনেছে দুদক। অবৈধ সম্পদ ও অর্থ পাচারের মামলায় কামাল আহমেদের ছেলে শাহেদকেও আসামি করা হয়েছে।
দুদক ডিজি জানান, দুদকের মামলায় অভিযুক্ত আসামিদের ধরতে অভিজান অব্যাহত আছে।