গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান যে জুলাই গণঅভ্যত্থানে শহিদের পরিবারকে এককালীন টাকা ও ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে, পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোন এক ব্যক্তিকে কোটা ছাড়াই চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।
তিনি আরও বলেন এটা কোন প্রতিযোগীতামূলক হবে না, তাদেরকে যোগ্যতানুসারেই সরকারি-আধা সরকারি কিংবা কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে।
তাছাড়াও যেসকল আহতরা সারাজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
আর জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন ও ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে