দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য সোমবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির নেতারা। বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির দাবি জুলাই-আগস্টে গণহত্যা ও জড়িতদের আইনের আওয়াতায় এনে দ্রুত বিচার করা, বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গায়বী মামলার নিষ্পত্তিকরণ, যেহেতু ‘অপারশন ডেভিল হান্ট’ দেশ ও দশের মানুষের জন্য তাই এতে যেন মানবাধীকার লঙ্ঘন না হয়, আর নির্বাচন যেন অতি দ্রতই দেওয়া হয়।
সর্বপোরি অন্তর্বর্তী সরকারকে পূর্ন সমর্থন ও পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি।