গত শনিবারে (৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ডেভিল হান্ট অভিযান ইতেমধ্যেই বাজিমাত শুরু করেছে। গোপালগঞ্জের যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক (৩৭), সদর উপজেলার বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান মোল্লা (৪৫), উপজেলার আরামবাগের বাবুল শিকদারের দুই ছেলে নাইমুর রহমান শাওন (২০) ও লিওন শিকদার (২১)।
পুলিশ সুপার জানান, তাদের প্রত্যেকেই নিজ নিজ বাড়ি থেকেই আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলেও পাঠানো হয়েছে।