গত শুক্রবারে (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে ছাত্রদের উপর হামলাকে কেন্দ্র করে দেশে এক প্রকার অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। তারই সূত্র ধরে দেশের আইনশৃঙ্খলার স্থিতিশীল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অপারেশন ডেভিল হান্ট নামে একটা অভিযানের সিদ্ধান্ত নেয়। যা গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশেই কার্যকর হয়েছে।
এ বিষয়ে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক প্রেস বিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, মূলত দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে। আর অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া যৌথ বাহিনীকে পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কাজে লাগাবে।